দেশের সংবাদ

অর্থ আত্মসাৎ মামলায় গাংনীর প্রধান শিক্ষক কারাগারে

Image result for কারাগারে

প্রায় সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ মামলায় গাংনীর ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মশিউর রহমানকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মেহেরপুর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক মো. হাদিউজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রধান শিক্ষক মশিউর রহমানের পক্ষের আইনজীবী সাবেক পিপি অ্যাডভোকেট মিয়াজান আলী আদালতে জামিন আবেদন করলে তা মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।

গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের কুঠি ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম (মুকুল) বাদী হয়ে প্রধান শিক্ষক মশিউর রহমানের বিরুদ্ধে তিন লাখ ৫৫ হাজার ৬শ’ টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর গাংনী থানার সেকেন্ড অফিসার সুভাষ চন্দ্র দাম সাম্প্রতিক সময়ে মামলাটির চার্জশিট দাখিল করেন।

এ মামলায় প্রধান শিক্ষক মশিউর রহমান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এসময় বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে জেরার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় বাদী পক্ষের আইনজীবী রয়েছেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট একেএম শফিকুল আলম ও আসামি পক্ষে রয়েছেন সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিয়াজান আলী।

Back to top button