আন্তর্জাতিক

আমেরিকার হুমকির ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া।

Image result for আমেরিকার হুমকি ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া।

আমেরিকার হুমকির ভাষার নিন্দা জানিয়েছে তুরস্ক ও রাশিয়া। দেশ দুটি বলেছে, আমেরিকার অপছন্দের কোনো দেশের কাছ থেকে যখন তৃতীয় কোনো দেশ অস্ত্র কিনতে চায় তখনই মার্কিন কর্মকর্তারা এ ধরনের হুমকির ভাষা ব্যবহার করেন। রাশিয়া থেকে তুরস্ক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চেষ্টা চালাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমেরিকা তুরস্ককে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিলের হুমকি দিয়েছে।

গতকাল (সোমবার) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনের সমালোচনা করে বলেছেন, তুরস্কসহ রাশিয়ার সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এজন্য আমেরিকা এসব দেশকে সময়সীমা বেধে দিচ্ছে এবং চাপ সৃষ্টি করছে যার অর্থ হলো আন্তর্জাতিক অস্ত্র ব্যবসাতে আমেরিকা একচেটিয়া প্রভাব বিস্তার করতে চায়। কিন্তু অস্ত্র ক্রেতারা মার্কিন এই চাপ উপেক্ষা করবে এবং তারা তাদের সিদ্ধান্ত মতোই কাজ করবে।

ল্যাভরভ বলেন, কোনো দেশ তাদের অস্ত্র কেনা কিংবা ব্যবসার অধিকারকে লক্ষ্যবস্তু বানাতে দেবে না বরং মার্কিন কর্মকর্তাদের এ ধরনের চাপ ও ভুল পদক্ষেপ বাড়তি দ্বন্দ্ব সৃষ্টি রকরবে।

এদিকে, তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ আমেরিকার সাম্প্রতিক হুমকির ভাষাকে অগ্রহণযোগ্য বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পরিষদ বলেছে, তুরস্কের নিরাপত্তা বিষয়ে মার্কিন সরকারের এই চাপ দু দেশের সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে যা ঠিক করা মুশকিল হবে।

Back to top button