আন্তর্জাতিক

ইরাক সন্ত্রাসীদের উপর বিমান হামলা চালিয়েছে

ইরাকের বিমান বাহিনী প্রতিবেশী সিরিয়ায় তৎপর আইএস সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে। আইএস সন্ত্রাসীদের কমান্ডারেরা ওই সমস্ত ঘাঁটিতে লুকিয়ে রয়েছে। এমন খবর আসা মাত্রই ওই সমস্ত অঞ্চলে এয়ারস্ট্রাইক চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

যার মধ্যে একটি হামলা হয়েছে দেইর আজ-যোর শহরের কাছে দেশাইশা শহরের দক্ষিণে। এ ঘাঁটিটি আইএসের কমান্ডাররা ব্যবহার করছিল বলে দাবি। ইরাক বলছে, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা এখনও বাগদাদের জন্য হুমকি সৃষ্টি করে রেখেছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা সন্ত্রাসীরা দখল করে নেয়। এক সময়ে সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ার এক লাখ ১০ হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে ইরাক ও সিরিয়ার সেনাদের অভিযানের মুখে এখন এই সন্ত্রাসীদের হাতে ১০ হাজার বর্গকিলোমিটারের মতো ভূখণ্ড রয়েছে। যার বেশিরভাগই সিরিয়ার পূর্বদিকে।

সূত্র: ফক্স নিউজ

Back to top button