আন্তর্জাতিক

এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করল যোগি মন্ত্রীসভা

Image result for এলাহাবাদ

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক এলাহাবাদ শহরের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ সরকারের মন্ত্রীসভায় আজ (মঙ্গলবার) নাম পরিবর্তনের প্রস্তাব সর্বসম্মতিতে পাস হয়েছে। রাজ্যটিতে ইতিপূর্বে মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ষ্টেশন নামকরণ করা হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং আজ গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন,  ‘আজ থেকে এলাহাবাদকে ‘প্রয়াগরাজ’  নামে ডাকা হবে।’

এ প্রসঙ্গে সিদ্ধার্থ নাথ সিং তার সাফাইতে বলেন, ‘ঋক বেদ, রামায়ন ও মহাভারতে প্রয়াগরাজের উল্লেখ আছে।এলাহাবাবাদের মানুষ, সাধু-সন্ত সকলেই চেয়েছিলেন শহরের নাম হোক প্রয়াগরাজ। সাধু-সন্ন্যাসীরাও একমত হয়ে এ বিষয়ে সম্মতি দিয়েছেন।’

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এরআগে বলছিলেন, এলাহাবাদে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল। দুই প্রধান নদীর সঙ্গমস্থল হওয়ায় এলাহাবাদকে প্রয়াগের রাজা বলা হয়। সেজন্যই প্রয়াগরাজ নাম রাখার প্রস্তাব দেয়া হয়েছিল।

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘এই সরকার কেবল নাম পরিবর্তন করে কাজ দেখানোর চেষ্টা করছে।’

Back to top button