শিক্ষা

কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস ঠেকানো যাচ্ছে না, দাবি শিক্ষা সচিবের

কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেছে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের শিক্ষা সচিব এ কথা বলে।

শিক্ষা সচিব বলেছে, ‘এমন কোনো পদ্ধতি নেই, যা আমরা প্রয়োগ করি নাই। কিন্তু কোনো পদ্ধতিতেই প্রশ্ন ফাঁস রোধ করা যাচ্ছে না। বিদ্যমান পদ্ধতিতে প্রশ্ন ফাঁস রোধ করা সম্ভব হবে বলে আমার মনে হয় না।’

সকালে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ প্রশ্ন ফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করে। এ রুলের বিষয়ে সরকারের পদক্ষেপ জানাতে চাইলে শিক্ষা সচিব বলে, ‘হাইকোর্ট একটি আদেশ দিয়েছে শুনেছি। আদেশের কপি এখনো হাতে পাইনি। আদেশ পেলেই ওই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা সচিব বলেছে, ‘প্রশ্নপত্র তৈরি করা থেকে বিতরণ পর্যন্ত বিভিন্ন স্তরে প্রায় ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারী যুক্ত রয়েছে। এর মধ্যে যেকোনো একজন যদি অসৎ কাজ করে, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে আমাদের গোটা প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বিশাল এ কর্মযজ্ঞের মধ্যে কোথাও না কোথাও একটু ব্যত্যয় হচ্ছে।’

শিক্ষা সচিব বলেছে, ‘আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা থেকে আমরা একটি নতুন পদ্ধতি চালু করার বিষয়ে চিন্তাভাবনা করছি। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। আশা করি, আগামী বছর থেকে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে। অনেকে স্বীকারও করছে।’

গত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এরপর প্রতিটি পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ মিলেছে।

Back to top button