শেয়ারবাজার

ডিএসইতে টানা ৩ দিন ৬০০ কোটি টাকার বেশি লেনদেন

টানা তিন দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০০ কোটির বেশি লেনদেন হয়েছে।

তবে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কিছুটা কমেছে।

এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১২ কোটি ৩১ লাখ টাকা কমে ৬৪৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

মঙ্গলবার ডিএসইতে প্রায় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনে ৬০৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। পর দিন তা আরও বেড়ে ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা লেনদেন হয়।

বৃহস্পতিবার লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৬ পয়েন্টে নামে।

এ বাজারে লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ২ শতাংশ কম।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে হয়।

লেনদেনে থাকা ২৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ৯৯টি ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button