ইসলামিক শিক্ষাবিবিধশিক্ষা

দাইয়্যূছ কখনো জান্নাতে প্রবেশ করবে না। দাইয়্যূছ কে?

মুহম্মদ নাজমুল হুদা ফরাজী: মানুষ মৃত্যুর পর হয়তো জান্নাতে যাবে নতুবা জাহান্নামে। দু’টির একটিতে অবশ্যই যেতেই হবে। তবে যারা দাইয়্যূছ তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কেননা জান্নাত উনার দরজায় লিখা রয়েছে-
الَدَّيُّوْثُ لَا يَدْخُلُ الْجَنَّة
অর্থ: “দাইয়্যূছ কখনো জান্নাতে প্রবেশ করবে না।”
অতএব যারা জান্নাতে প্রবেশ করবে না তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। প্রসঙ্গত প্রশ্ন হতে পারে দাইয়্যূছ কে? যে বা যারা নিজে পর্দা করে না, অধীনস্থ স্ত্রী, মেয়ে, মা, বোনদের পর্দা করায় না, তারাই হচ্ছে দাইয়্যূছ। তাই যারা বেপর্দা হয় তারাই সবাই হচ্ছে দাইয়্যূছ। পবিত্র হাদীছ শরীফ অনুযায়ী তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব তারা সকলেই জাহান্নামে প্রবেশ করবে। অতএব, সাবধান! কেউ দাইয়্যূছ হতে না চাইলে অবশ্যই তাকে বেপর্দা থেকে ফিরে থেকে তওবা-ইস্তিগফার করতে হবে। তাহলেই তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে।

Back to top button