জাতীয়পাঁচমিশালিশিক্ষা

নতুন প্রজন্মের কাছে পতাকা হস্তান্তর করলেন মুক্তিযোদ্ধারা

সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম। এ সময় ফোরামের নেতারা বলেন, নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় তাদের উদ্বুদ্ধ করতে হবে।

১৯৭১ সালের এই দিনে বিকেল ৪টা ৩১ মিনিটে পাকিস্তানি বাহিনী তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করে। সমাপ্তি ঘটে নয় মাসের মুক্তি সংগ্রামের। আর বিশ্বের মানচিত্রে স্থান পায় বাংলাদেশ। আত্মসমর্পণের সেই দৃশ্যায়নই মঞ্চস্থ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা অনুষদের শিক্ষার্থীরা।

এরপর নতুন প্রজন্মের হাতে লাল-সবুজের পতাকা হস্তান্তর করেন সেক্টর কমান্ডারস ফোরাম নেতারা।

মুক্তিযুদ্ধকে মনেপ্রাণে ধারণ এবং সেই চেতনায় উদ্বুদ্ধ হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান ফোরামের নেতারা।

সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু ওসমান চৌধুরী বলেন, ‘যেভাবে আমরা দেশের পতাকাকে হস্তান্তর করেছি সেই পতাকা যেন তারা সুষ্ঠুভাবে মেইনটেইন করতে পারে এবং উন্নয়নে নিয়ে যেতে পারে সেই আশাই শুধু আমরা আশা তাদের কাছ থেকে।’

পরে সেখানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন সেক্টর কামন্ডারস ফোরামের শিল্পীরা। বিজয় দিবস সম্পর্কে সন্তানদের জানাতে এখানে পরিবার পরিজন নিয়েও এসেছিলেন অনেকে।

সবশেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বিজয় দিবসের অনুষ্ঠান।

Back to top button