আন্তর্জাতিক

মুসলিম বিদ্বেষ নিয়ে শ্রীলংকাকে ওআইসি’র সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য তৎপরতা বৃদ্ধি অব্যাহত থাকায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) হুশিয়ার করে দিয়েছে।

বুধবার ৫৭ জাতি এই সংস্থার এক বিবৃতিতে বলা হয়, শ্রীলংকার মুসলমানদের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ওআইসি।

দেশটির বিশেষ কয়েকটি গ্রুপ ভীতি প্রদর্শন, মুসলিম বিরোধী গলাবাজী ও ঘৃণামূলক বক্তব্য প্রচার করায় জেদ্দাভিত্তিক সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে।

শ্রীলংকা কর্তৃপক্ষের প্রতি কঠোর হাতে ঘৃণামূলক ও অসহিষ্ণু বাগাড়ম্বরতার বিস্তার রোধ করার আহ্বান জানায় ওআইসি। পাশাপাশি দেশটির মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সব ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছে ওআইসি। সংস্থাটি বলে সন্ত্রাসের কোন ধর্ম নেই এবং চরমপন্থীদের কাজের জন্য কোন সম্প্রদায়কে দায়ী করা যায় না।

শ্রীলংকার জনসংখ্যার ১০ শতাংশ মুসলমান। দেশটিতে ২১ এপ্রিল সন্ত্রাসী হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ছড়ানো হচ্ছে।

Back to top button