ইসলাম

রাসুলের মদীনায় বৈদ্যুতিক বাতি জ্বলার পূর্বে তার প্রাসাদে জ্বলবে এটা হতে পারেনা।

ইলেক্ট্রিসিটি যখন মুসলিম বিশ্বে প্রথম আসে, কন্সট্যান্টিনোপলের মসদে তখন ছিলেন সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ। আল্লাহর রাসুল ও পবিত্র হারামাইনের প্রতি তার ভালোবাসার কথা কারো অজানা ছিলনা। সবাই যখন সুলতানের প্রাসাদে বিদ্যুৎ লাগানোর জন্য তোড়জোড় শুরু করলো, সুলতান নিজে থামিয়ে দিলেন। রাসুলের মদীনায় বৈদ্যুতিক বাতি জ্বলার পূর্বে তার প্রাসাদে জ্বলবে এটা হতে পারেনা। উনার নির্দেশে ১৯০৭ সালে প্রথম এই বৈদ্যুতিক বাতিটি লাগানো হল মাসজিদুন নাবাওয়ী শরীফে। সুলতানের রাসুল-প্রেমের নিদর্শন হিসেবে আজও এই বাল্বটি শত বছরেরও বেশী সময় ধরে অক্ষত আছে।।

Back to top button