শেয়ারবাজার

শেয়ারপ্রতি ৩ টাকা লভ্যাংশ দেবে আইডিএলসি

শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ৩ টাকা লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটির দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, আইডিএলসির পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডররা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা লভ্যাংশ পাবেন।

শেয়ারপ্রতি ৩ টাকা লভ্যাংশ দেবে আইডিএলসি

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে ২৯ মার্চ। ওইদিন সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।

সমাপ্ত বছরটিতে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬ টাকা ১৩ পয়সা। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪১ পয়সা।

Back to top button