বিজ্ঞান-প্রযুক্তি

সবচেয়ে বেশি তথ্য ধারণক্ষমতার এসএসডি উন্মুক্ত করেছে স্যামসাং

Image result for samsung

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ৩০.৭২ টেরাবাইট তথ্য ধারণক্ষমতার একটি সলিড স্টেট ড্রাইভ ভা এসএসডি উন্মুক্ত করেছে। এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি তথ্য ধারণক্ষমতার এসএসডি।

২.৫ ইঞ্চি এই এসএসডি তৈরি করা হয়েছে স্যামসাংয়ের ভি-ন্যান্ড প্রযুক্তি ব্যবহার করে। এতে আছে ১ টেরাবাইটের ৩২টি ন্যান্ড ফ্ল্যাশ প্যাকেজ। প্রতিটি প্যাকেজে আবার আছে ১৬টি করে লেয়ার। প্রতিটি লেয়ারে আছে একটি করে ৫১২ গিগাবাইট চিপ।
স্যামসাং জানিয়েছে, ২০১৬ সালে বাজারে আসা স্যামসাংয়ের ১৫.৩৬ টেরাবাইটের এসএসডি’র তুলনায় নতুন এই এসএসডি দ্বিগুণ পারফরমেন্স প্রদান করতে সক্ষম হবে। এর তথ্য পড়ার ক্ষমতা হবে সেকেন্ডে ২,১০০ মেগাবাইট। অন্যদিকে তথ্য রাইট করার ক্ষমতা বলা হয়েছে প্রতি সেকেন্ডে ১,৭০০ মেগাবাইট।

তবে এই এসএসডি মূলত ডেটা সেন্টারকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। আর তাই শীঘ্রই ল্যাপটপ বা ডেস্কটপে এই স্টোরেজ ডিভাইসটি দেখতে পাওয়ার তেমন সম্ভাবনা নেই।

কবে নাগাদ এটি বাজারে ছাড়া হতে পারে কিংবা এর সম্ভাব্য দাম কত, সেসব বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

Back to top button