বিজ্ঞান-প্রযুক্তি

সারা পৃথিবীতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার প্রকল্প তৈরি করেছে স্পেসএক্স

পৃথিবীর চারপাশে মহাকাশে কক্ষপথে চার হাজার কৃত্রিম উপগ্রহ স্থাপন করে সেগুলোর মাধ্যমে সব স্থানে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার একটি উচ্চাভিলাসী প্রকল্প তৈরি করেছে মার্কিন সংস্থা স্পেসএক্স। ২০১৯ সালেই এ প্রকল্পের কাজ শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।

ইলন মাস্ক একজন প্রযুক্তি স্বপ্নদ্রষ্টা। অন্য কেউ এ প্রকল্পের উদ্যোগের বিষয়ে কথা বললে হয়ত গুরুত্ব না দিলেও চলত। কিন্তু ইলন মাস্ক যখন এ প্রকল্পের কথা বলেছে তখন বিষয়টি গুরুত্ব দিতেই হয়। কারণ তিনি বেশ কয়েকটি উচ্চাভিলাসী প্রকল্পকে বাস্তবে পরিণত করেছে।

স্পেসএক্স প্রকল্পের আওতায় ইতোমধ্যেই বেশ কিছু রকেট মহাশূন্যে পাঠানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেটও। এমনকি পরীক্ষামূলক যাত্রায় ফ্যালকন হেভি রকেটটি মাস্কের একটি গাড়ি নিয়ে মহাশূন্যে চলে গেছে। এছাড়া মাস্কের টেসলা গাড়ি কোম্পানিটিও বিশ্বের পরিবহন জগতে নতুন পথের দিশা দেখিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালের শুরুতে স্পেস এক্স প্রথম তাদের কৃত্রিম উপগ্রহ নিয়ে রকেটটি মহাকাশে পাঠাবে। এরপর একে একে অন্যগুলো পাঠানো হবে। সব মিলিয়ে চার হাজার কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে মহাকাশে। এগুলো পৃথিবীকে চারপাশ দিয়ে ঘিরে ধরবে। ফলে উচ্চগতির ইন্টারনেট পাবে সারা বিশ্বের মানুষ।

মাস্কের এ প্রকল্প সফল হলে সাধারণ ইন্টারনেট সরবরাহকারী, মোবাইল ও কেবলের মাধ্যমে ইন্টারনেট সরাবরাহকারীরা ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন অনেকেই।

Back to top button