অর্থ-বাণিজ্য

২০৩০ সালে মাথাপিছু আয় হবে ৫ হাজার ডলার: টিপু মুনশি

নিউজ ডেস্ক: আগামী ২০৩০ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারে উন্নীত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর ২০২৪ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে বলেও জানান তিনি।

রবিবার (২৬ মে) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা বিষয়ক’ তিন দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর নয়া পল্টনে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দিলাল। ইআরএফ সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডাব্লিউটিএ মহাপরিচালক মো. মুনির চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং ইআরএফ দেশের অর্থনীতির উন্নয়নে একসঙ্গে কাজ করবে। ইআরএফ সদস্যদের প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।

Back to top button