দেশের সংবাদ

মশার দাপটে দিশেহারা রাজধানীবাসী !

বসন্তের আগমনে রাজধানীতে বেড়েছে মশার উৎপাত চরম দূর্ভোগে জনসাধারন 
নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন ঠিকমতো মশার ওষুধ ছিটাচ্ছে না। ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, মশার ওষুধ ছিটিয়েও তেমন ফল পাওয়া যাচ্ছে না। আর দক্ষিণের মেয়র মশক নিধনে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নেওয়ার কথা বলেছেন।
মিরপুরের কালসী রোডের চা বিক্রেতা ফজলুল হক্ব জানান দিনে-দুপুরেও দোকানে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। ভাষানটেক এলাকার গৃহিনী ফিরোজা বেগম বলেন মশারি টানিয়ে সারারাত কয়েল জ্বালিয়েও শান্তিতে ঘুমাতে পারছিনা।

Back to top button