বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে যুক্ত হচ্ছে ছয়টি বড় আকারের নতুন জাহাজ

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হচ্ছে ছয়টি বড় আকারের নতুন জাহাজ। চলতি বছর পাঁচটি এবং ২০১৯ সালের ফেব্রুয়ারির মধ্যে একটি জাহাজ যুক্ত হবে। এগুলোর মধ্যে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার এবং তিনটি বাল্ক ক্যারিয়ার। প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)।

বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিএসসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিকবিষয়ক সভায় এসব তথ্য জানানো হয়।

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ এবং বিএসসির নির্বাহী পরিচালক ইয়াসমিন আফসানা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, এ বছরের জুলাই ও আগস্টে দুটি বাল্ক ক্যারিয়ার এবং নভেম্বর ও ডিসেম্বরে তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার চীন থেকে বাংলাদেশে এসে পৌছঁবে। আর ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পৌছঁবে একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ।

চীন সরকারের অর্থায়নে সেদেশে জাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। গত বছরের অক্টোবরে জাহাজের ম্যাসিভ ফেব্রিকেশন অনুষ্ঠান চীনের শিপইয়ার্ডে সম্পন্ন হয়। জাহাজগুলোর মোট মূল্য এক হাজার ৪৪৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা।