ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর

মৎস্য ও প্রাণিসম্পদ খাত, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে ভিয়েতনামের সঙ্গে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সকাল ১০টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
উল্লেখ্য, গতকাল তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে ত্রান দাই কুয়াংয়ের এ সফর।
২০০৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ত্রান দাক লুয়ংয়ের সফরের পর গত ১৪ বছরে কোনো ভিয়েতনামি প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে প্রথম দিকে স্বীকৃতি দানকারী দেশগুলোর অন্যতম ভিয়েতনাম।
ভিয়েতনামের প্রেসিডেন্ট বিকেলে জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন। সেখানে তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনও ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।