আইন-আদালত

অভ্যন্তরীণ রুটের সব উড়োজাহাজে একই ভাড়া নির্ধারণ প্রশ্নে রুল

Image result for হাইকোর্ট

অভ্যন্তরীণ রুটে সব এয়ারলাইন্সের একই ভাড়া নির্ধারণ, টিকেট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, অভ্যন্তরীণ রুটে একেকটি কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছেন। টিকেট বাতিল সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। তাই অভ্যন্তরীণ রুটে সরকারি বেসরকারি সব উড়োজাহাজের ভাড়াসহ সব চার্জ একই রকম নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে এ রিট করা হয়।

Back to top button