দেশের সংবাদ

ভ্যাট, আয়কর ও শুল্ককর থেকে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আদায়ের পরিকল্পনা

Image result for ভ্যাট

২০১৮-১৯ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থের যোগান হিসাবে আয়কর, মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও আমদানি শুল্ক বাবদ আয় ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা আয় ধরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় এ তথ্য উপস্থাপন করেন।

বাজেট প্রস্তাবনায় ২০১৮-১৯ অর্থবছরের জন্য মোট ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা করেছেন। এর মধ্যে এনবিআরকে ভ্যাট, আয়কর ও শুল্ককর থেকে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা, এনবিআর-বহির্ভূত কর ব্যবস্থা থেকে ৯ হাজার ৭২৭ কোটি টাকা এবং কর ছাড়া প্রাপ্তি— যেমন টোল, সরকারি হাসপাতালের ফিসহ অন্যান্য উৎস থেকে ৩৩ হাজার ৩৫২ কোটি টাকা আদায়ের ছক তৈরি করেছেন।

মোট বাজেটের আকার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এদিকে, এনবিআরকে দেওয়া ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে বেশি আয় ধরা হয়েছে ভ্যাট থেকে।

এ খাত থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকার ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এছাড়া বাজেটে আয়ের দ্বিতীয় খাত হিসেবে আয়কর আদায়ের জন্য ৯৭ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরে বাজেটে সবচেয়ে কম চাপ রেখেছেন আমদানি শুল্ক খাতে। এ খাত থেকে আয়ের জন্য ৮৪ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

Back to top button