দেশের সংবাদ

মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

Image result for মৌলভীবাজারে বন্যা

মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। শনিবার রাতে রাজনগর কমদহাটা এলাকায় মনু প্রতিরক্ষা বাঁধের দুটি স্থানে ভাঙ্গনের সুষ্টি হয়েছে। এতে করে মনসুর নগর ইউনিয়নের সবকটি গ্রাম নতুন করে বন্যা কবলিত হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, এই এলাকার মানুষজন রাত ভর নির্ঘুম কাটিয়েছেন। ঈদগাহ ও মসজিদে পানি ঢুকে পড়ায় এলাকার লোকজন ঈদের জামাত পড়তে পারেননি।

শনিবার দিবাগত রাতে প্রথমে একটি স্থানে ভাঙ্গন দেখা দিলেও পরে একই এলাকায় আরেকটি ভাঙ্গন দেখা দেয়। মুহূর্তেই প্রচণ্ড স্রোতের তোড়ে এ এলাকার বাড়ি-ঘর ভাসিয়ে নিয়ে যায়। অনেকেই প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।

মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধের একাধিক স্থান দিয়ে এখনো পানি চুয়ে ঢুকছে। সেনাবাহিনীর একটি টিম শহর প্রতিরক্ষা টিকিয়ে রাখতে বালির বস্তা ফেলছে।

এদিকে শহরের লোকজন বন্যা আতঙ্কে রয়েছেন। তাছাড়া মনুনদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সকালে চাদঁনীঘাট এলাকায় বিপদ সীমার ১৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মনু নদী প্রতিরক্ষা বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ হওয়াতে শহরের লোকজনরা ভীত হয়ে পড়েছেন।

Back to top button