আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানে আতঙ্কে বাংলাদেশিরা

2016_04_16_17_34_09_Gg0LGXhs32ekwvgNQKJFMotAY3VUO1_original
প্রায় সাড়ে চার হাজার বিদেশি নাগরিক জাপানের কুমামোতো শহরে বসবাস করছেন। এর মধ্যে বেশকিছু বাংলাদেশিও রয়েছে। বৃহস্পতিবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর কুমামোতো নগর আন্তর্জাতিক কেন্দ্র বিদেশি নাগরিকদের জন্য আপদকালীন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেখানে সবাই এখনো আতঙ্কের মধ্যে রয়েছে।

আর এই কেন্দ্রে ৫০ জনের বেশি লোক আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন কুমামোতো আন্তর্জাতিক ফাউন্ডেশনের কর্মকর্তা হিরোমিৎসু ইয়াগি। এই ফাউন্ডেশনটি নগর আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালনা প্রতিষ্ঠান।

তিনি জানান, আশ্রয় নেয়া লোকদের মধ্যে ২০ জনের বেশি বিদেশি। তারা বাংলাদেশ, চীন, দক্ষিণ কোরিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের নাগরিক। ভূকম্পন পরবর্তী অব্যাহত কম্পনের কারণে বিদেশিদের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। কারণ তাদের ভূমিকম্পের কোনো অভিজ্ঞতা নেই।

বিদেশি পর্যটকরা বলেন, রাত কাটানোর জন্য তাদের কোথায়ও যাওয়ার জায়গা নেই। কারণ বর্তমানে অধিকাংশ হোটেল নতুন করে কাউকেই থাকতে দিচ্ছে না। তাই তারা যতো তাড়াতাড়ি সম্ভব কুমামোতো ছেড়ে যেতে চান। তবে রেল ও বিমান চলাচল স্থগিত থাকায় সেটা সম্ভব হচ্ছে না।

বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। ভূমিকম্পের ভয়ে তারা উন্মুক্ত চত্বর ও পার্কিং স্থানে গত দু’রাত কাটিয়েছে। তবে শনিবার তারা সেভাবে থাকতে পারবে না। কারণ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সন্ধ্যা থেকে ওই জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে জাপানের আবহাওয়া দপ্তর ধারণা করছে কুমামোতো জেলায় ৬ দশমিক ৫ মাত্রার আঘাত হানা বৃহস্পতিবারের ভূমিকম্প শনিবারের ভূমিকম্পের পূর্ববর্তী কম্পন। শনিবার সকালের দিকে অঞ্চলটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গেন আওকি এক সংবাদ সম্মেলন করে এটি জানান।

তিনি বলেন, সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা বৃহস্পতিবারের ভূমিকম্প থেকে অনেক বেশি শক্তিশালী এবং এটিকে মূল ভূকম্পন বলে মনে হয়। বৃহস্পতিবারের ভূমিকম্পের তুলনায় আরো ব্যাপক এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

তিনি ভূমিকম্প কবলিত এলাকার জনগণকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ারও অনুরোধ জানাচ্ছেন।

আওকি বলেন, আগামী সপ্তাহজুড়ে এ তীব্রতার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button