অর্থ-বাণিজ্য

পাটের দাম মণ প্রতি ৩০০০ টাকা করার দাবি

পাট এর ছবির ফলাফল

পাটের সর্বনিম্ন মূল্য প্রতি মণ তিন হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান করেছে কৃষক সংগ্রাম সমিতি।

মঙ্গলবার দুপুরে পরে জেলা প্রশাসকের মাধ্যমে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়া হয়। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল করেন সংগঠনের নেতৃবৃন্দ।

যশোরের জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত।

কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দের দাবি, পাটের মূল্য মণ প্রতি ন্যূনতম তিন হাজার টাকা ঘোষণা করতে হবে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ ও বন্ধ পাটকল চালু করার দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

Back to top button