জাতীয়

নতুন মন্ত্রিপরিষদে শপথের আমন্ত্রণ পেলেন যারা

সংসদ এর ছবির ফলাফল

নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবে আগামীকাল সোমবার। এরই মধ্যে নতুন মন্ত্রিসভায় যারা জায়গা পেতে যাচ্ছেন তাদের শপথগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

রোববার দুপুর থেকে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণের জন্য আমন্ত্রণ পেতে শুরু করেছেন তারা। আমন্ত্রণ পাওয়া একাধিক নেতা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে শপথগ্রহণের জন্য যাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন- তাজুল ইসলাম, ড. আবদুর রাজ্জাক, নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, ডা. দীপু মনি, বীর বাহাদুর উশৈ সিং, গোলাম দস্তগীর গাজী, জাহিদ আহসান রাসেল, সাহাবুদ্দিন আহমেদ, ড. আবুল মোমেন, ডা. এনামুর রহমান, শ ম রেজাউল করিম, এনামুল হক শামীম, টিপু মুনশী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আশরাফ আলী খান খসরু, সাধন চন্দ্র মজুমদার, ইমরান আহমেদ চৌধুরী।

এছাড়া বর্তমান মন্ত্রিসভার মধ্যে যারা নতুন মন্ত্রিসভার জন্য আমন্ত্রণ পেয়েছেন- ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, এমএ মান্নান, জুনাইদ আহমেদ পলক, আ হ ম মুস্তফা কামাল, শাহরিয়ার আলম, আ ক ম মোজাম্মেল, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

জানা গেছে, নতুন সরকারে ৪৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী এবার শপথ নেবেন। এর মধ্যে পূর্ণাঙ্গ ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী হচ্ছেন।

উল্লেখ্য, সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। নতুন মন্ত্রিসভা ঘোষণার জন্য আজ বিকাল ৫টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সুত্রঃ যুগান্তর

Back to top button