বিবিধ

ডার্ক সার্কেল দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : রাতে না ঘুমানো এবং দুশ্চিন্তাই চোখের আশেপাশের অংশ কালচে হওয়া যাওয়ার জন্য দায়ী। প্রতিদিন নিয়মিত ৮ ঘণ্টা ঘুমের পাশাপাশি সঠিক খাদ্যাভ্যাসের তাই বিকল্প নেই। থাকতে হবে দুশ্চিন্তামুক্তও। এগুলো মেনে চলার পাশাপাশি ঘরোয়া উপায়ে দূর করতে পারেন ডার্ক সার্কেল।

শসা স্লাইস করে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা শসা চোখের উপর দিয়ে শুয়ে থাকুন ২০ মিনিট।
মধু আঙুলের সাহায্যে চোখের আশেপাশে ঘষুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
আলু স্লাইস করে চোখের উপর দিয়ে রাখুন আধা ঘণ্টা। চাইলে আলুররসে তুলা ডুবিয়েও ঘষতে পারেন চোখের নিচের ত্বকে।
টমেটো স্লাইস করে চোখে দিয়ে রাখলেও উপকার পাবেন।
গোলাপপানিতে তুলা ডুবিয়ে চোখের উপর দিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল লাগান চোখের নিচে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে ঠাণ্ডা করে চোখের উপর দিয়ে রাখুন।

Back to top button