শিক্ষা

ধুমপায়ীরা মেডিকেলের শিক্ষার্থী হতে পারবে না

এখন থেকে মেডিকেলের শিক্ষার্থী হতে হলে আগে শুধু ভর্তি পরীক্ষায় পাস করলেই হবে না, তাকে একটি প্রত্যয়ন পত্র দেখাতে হবে সে ধূমপায়ী বা মাদকাসক্ত নয়।

আর ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম বাস্তবায়ন শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই জানান মোহাম্মদ নাসিম।

প্রত্যয়ন পত্রের বিষয়ে তিনি বলেন, এই সার্টিফিকেট হবে বাধ্যতামূলক এবং একজন ডাক্তারকে দিয়ে এটি সত্যায়িত করাতে হবে।
এ জন্য শিক্ষার্থীকে ভর্তির সময় ডাক্তারি পরীক্ষা করিয়ে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। নাসিম জানান, এ সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ধূমপান ও মাদকাসক্তের প্রবণতা কমানো।

মেডিকেল কলেজে ভর্তি হবার পর যদি কেনো শিক্ষার্থী ধূমপান শুরু করে বা মাদকাসক্ত হয়ে যায় সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে হতে হবে সতর্ক, নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা।

এছাড়া তিনি এ উদ্যোগের সফলতার জন্য অভিবাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button