আন্তর্জাতিক

তুরস্ক উপকূলে ৫ শিশুসহ ৩৯ অভিবাসীর প্রাণহানি

তুরস্ক উপকূলে নৌকা ডুবে পাঁচ শিশুসহ অন্তত ৩৯ অভিবাসন প্রত্যাশীর সলিল সমাধি হয়েছে। তবে, দেশটির কোস্টগার্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে ৬২ জনকে।

শনিবার (৩০ জানুয়ারি) তুরস্কের পশ্চিমাঞ্চলে এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে। ওই অভিবাসীদের বহনকারী নৌকা তুরস্ক থেকে গ্রিসের দ্বীপ লেসবস অভিমুখে রওয়ানা দিয়ে পথে এ দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে নৌকাবোঝাই করে অভিবাসীদের গ্রিস উপকূলে ভেড়ানোর পরিকল্পনাকারী সন্দেহে এক তার্কিশকে আটক করা হয়েছে।

সলিলে সমাধিস্থ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বেশিরভাগই আফগানিস্তান, মায়ানমার ও সিরিয়ার নাগরিক।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র তথ্যমতে, নতুন বছরের প্রথম মাসেই সাগরপথে গ্রিসে উঠেছে ৫২ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী। তবে, রওয়ানা দিয়ে পথে মারা গেছে ২১৮ জন। আর গত বছর যে ১১ লাখ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী ইউরোপে পাড়ি জমিয়েছে, তার মধ্যে সাড়ে আট লাখ গিয়েছে তুরস্ক থেকে সাগরপথে গ্রিস হয়ে। তবে, এই প্রচেষ্টায় এজিয়ান সাগরে সলিল সমাধি হয়েছে ৮০৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button