কৃষি

রাজধানীতে গরুর গোসত ও সবজির দাম বেড়েছে

0d

রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। আর ক্রেতা সংকটে মাছের বাজার স্বাভাবিক থাকলেও বেড়েছে গরুর গোসতের দাম।

বিক্রেতারা বলছেন, গরুর আমদানি বেশি না থাকায় দাম বাড়ছে।

আমদানি বেশি থাকলেও রাজধানীর পলাশী কাঁচাবাজারে বেড়েছে বেশিরভাগ সবজির দাম।

পাঁচ থেকে ১০ টাকা বেড়ে প্রতি কেজি বেগুন ৫০, পটল ৩৫ থেকে ৪০, পেঁপে ৪০ এবং করলা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

তবে নতুন সবজি হিসেবে কেজিতে ২০ টাকা কমেছে কাঁকরোলের দাম।

তুলনামূলক দাম বেশি হওয়ায় সব সময়ই বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

পহেলা বৈশাখের পর মাছের বাজার ছিল স্বাভাবিক।

বাজারে প্রতি কেজি রুই ও কাতল ৩০০ থেকে ৩৫০, মাগুর ও শিং ৭০০, তেলাপিয়া ২০০ এবং চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

এদিকে, ৩০ টাকা বেড়ে প্রতিকেজি গরুর গোসত বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, গরুর আমদানি পর্যাপ্ত না থাকায় দাম বাড়ছে।

সপ্তাহের ব্যবধানে স্বাভাবিক রয়েছে ব্রয়লার মুরগির দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button