আন্তর্জাতিক

পশ্চিমতীরে বসতি স্থাপনে ইসরাইলের বিতর্কিত আইন পাশ

ফিলিস্তিনে অধিকৃত পশ্চিমতীরে বসতি স্থাপনে একটি বিতর্কিত আইন পাশ করেছে ইসরাইল। সেখানে চার হাজার বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে এই আইনের মাধ্যমে।

Image result for ফিলিস্তিন
দেশটির সংসদে এই আইনটি ৬০-৫২ ভোটে পাশ করিয়ে নেওয়া হয় বলে বিবিসি তার খবরে জানিয়েছে।

আইনে বলা হয়েছে ফিলিস্তিনের যারা এসব জমির মূল মালিক তাদের হয় অর্থ নয়তো বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Back to top button