আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের পরমাণু নীতি মানব সভ্যতাকে ধ্বংস করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু নীতি মানব সভ্যতাকে ‘ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

পেন্টাগনের পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করার পরিকল্পনা প্রকাশের একদিন পর শনিবার রাতে তিনি এ মন্তব্য করে।

মূলত রুশ হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার পরমাণু কর্মসূচি জোরদারের উদ্যোগ নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু নীতিটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন। এই হঠকারী সিদ্ধান্তটির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ২০১৫ সালে ইরানের সঙ্গে করা চুক্তিরও লঙ্ঘন করছে।’

Back to top button