আন্তর্জাতিক

ভালোবাসা দিবস নিষিদ্ধ করেছে পাকিস্তান

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে ‘বিশ্ব ভালোবাসা দিবসের’ যেকোনো অনুষ্ঠান সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) গত বছরের জুন মাসে ইসলামাবাদ হাইকোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার এ নির্দেশ জারি করে।

‘ভালোবাসা দিবস’ একজন খ্রিস্টান ব্যক্তির নামানুসারে পালিত হয়, যে কিনা প্রেমের জন্য মৃত্যুবরণ করে। এ দিবসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ফুলের দোকান, রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করা হয়ে থাকে।

গত বছরের শুরুতে আবদুল ওয়াহিদ নামে একজন পাকিস্তানি নাগরিক ভালোবাসা দিবস উদযাপন নিয়ে আদালতে একটি অভিযোগ করে। তিনি দাবি করে, পাকিস্তানে এ ধরনের দিবস উদযাপনের মধ্য দিয়ে ‘অনৈতিকতা, নগ্নতা এবং অশ্লীলতা” প্রচার করা হয়।

এরই পরিপ্রেক্ষিতে গত বছরের ১৩ ফেব্রুয়ারি বিচারক শওকত সিদ্দিকী একটি বাধ্যতামূলক নোটিশ জারি করে। নোটিশে ভালোবাসা দিবসের সঙ্গে সম্পর্কিত যেকোনো ধরনের অনুষ্ঠান সম্প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়।

এমনকি আদালতের ওই আদেশে কোনো অফিস এবং জনসম্মুখেও এ দিবস পালন নিষেধ করা হয়েছে।

Back to top button