আন্তর্জাতিক

তিব্বতের লাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ছবি-ভিডিও সরিয়ে ফেলতে ব্যস্ত চীন

তিব্বতের লাসায় বৌদ্ধদের গুরুত্বপূর্ণ, বহু প্রাচীন জোখাং আশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমপক্ষে একটি প্যাগোডা পুরোপুরি পুড়ে গেছে।

বিবিসি বলছে, শনিবার মধ্যরাতে আগুন লাগে আশ্রমে। তবে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। তবে বড় ধরণের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আশ্রমে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাও পরিষ্কার নয়।

চীনের মূল সভ্যতা থেকে বলতে গেলে বিচ্ছিন্ন কিন্তু ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ তিব্বতের অধিকাংশ বাসিন্দা বৌদ্ধ ধর্মাবলম্বী। এটি একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে এর অবস্থান হওয়ায় তিব্বতকে বলা হয় ‘পৃথিবীর ছাদ’।

বিবিসি আরো জানিয়েছে, আশ্রমে আগুন লাগার ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চীনা কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে ফেলতে জোর তৎপরতা চালিয়েছে। বৌদ্ধ ধর্মালম্বী শাসিত এ অঞ্চলের সংবাদ প্রকাশের ক্ষেত্রে কড়া নিয়ন্ত্রন, নজরদারি রেখে আসছে বেইজিং।

Back to top button