আন্তর্জাতিক

হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও মর্টার হামলা চালায় ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গুলিতে দুই কিশোর শহীদ হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত দুই কিশোরের পরিচয় প্রকাশ করেছে যাদের একজনের নাম সালাম সাবাহ এবং অন্যজনের নাম আবদুল্লাহ আবু শেইখা। তাদের দুজনেরই বয়স ১৭ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাফা শহরের পূর্বে তাদের গুলি করে ইসরায়েলি সেনারা। এর আগে ওই এলাকায় ইসরায়েলি বিমান কয়েক দফা হামলা ও মর্টারের গোলাবর্ষণ করা হয়।

ইসরায়েল দাবি করছে, তারা হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান ও মর্টার হামলা চালায়। ইসরায়েল আরও দাবি করছে যে, গাজা হামাসের ছোঁড়া রকেট ইসরায়েলের বাড়ির ছাদে আঘাত হানে।

এদিকে, হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম জানিয়েছে, তারা ইসরায়েলের বিমান হামলা রুখতে বিমান বিধ্বংসী ব্যবস্থা ব্যবহার করেছে।

এক বিবৃতিতে ইজ্জাদ্দিন আল-কাসসাম বলেছে, ইসরায়েলি আগ্রাসনের জবাব দেয়ার অধিকার তাদের আছে।অন্যদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের এক মুখপাত্র বলেছে, গাজাকে শত্রুদের পিকনিক স্পটে পরিণত হতে দেয়া হবে না।

Back to top button