দেশের সংবাদ

রাজশাহীতে চুলা বিস্ফোরণে দগ্ধ গৃহবধূর মৃত্যু

রাজশাহীতে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ শান্তা খাতুন (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। শান্তা খাতুন রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার সবজি ব্যবসায়ী আশিক রেজার স্ত্রী।

আশিক রেজার খালাত ভাই রুবেল হোসেন জানান, রোববার রাতে কেরোসিনের চুলায় রান্না করছিলেন শান্তা। চুলা বিস্ফোরণ হয়ে শান্তার শরীরে আগুন ধরে যায়। আগুন নেভাতে গিয়ে আশিক রেজা আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে শান্তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার স্বামী আশিক রেজা প্রাথমিক চিকিৎসা নেন। শান্তার বাবার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Back to top button