বিবিধ

যত্ন নিন ভঙ্গুর চুলের

ভঙ্গুর চুলের যত্ন নেওয়া একটু কঠিন। এই ধরনের চুল দেখতে শুষ্ক, মলিন লাগে। ভঙ্গুর চুলের যত্নে দুই পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

জলপাইয়ের তেল

জলপাইয়ের তেল হালকা গরম করুন। একে স্ক্যাল্প ও চুলে ম্যাসাজ করুন। মাথাকে একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে নিন এবং এক ঘণ্টা এভাবে রাখুন।এর পর শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারে চুল ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার এটি করুন। জলপাইয়ের তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এটি চুলের ভঙ্গুরতা কমাতে কাজ করে।

Related Articles

কলা

কলা পটাসিয়াম সমৃদ্ধ একটি ফল। এটি চুলের ময়েশ্চার ফেরাতে কাজ করে, ভঙ্গুরতা কমায়। কলা চটকে চুলের মধ্যে মাখুন। এরপর ভালো করে চুল বেঁধে সাওয়ার ক্যাপ পরুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই পদ্ধতি অনুসরণ করুন।

ডিম

ভঙ্গুর চুলের সমস্যা সমাধানে ডিম একটি চমৎকার উপাদান। ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও ল্যাকটিন। দুটো ডিম ফেটে এর সাদা অংশ চুলে মাখুন। একঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। চুল ধোয়ার সময় হালকা গরম পানি ব্যবহার করুন।

Back to top button