রাজনীতি

সন্ত্রাস দমন স্বৈরতন্ত্র নয়, এটাকে স্বৈরাচার ভাবাও ঠিক নয় : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছে, বর্তমান সরকার অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে গণতান্ত্রিক শক্তিকে রক্ষা করছে।

একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেছে, ‘সন্ত্রাসী দমনের প্রক্রিয়াকে আড়াল করে বিবিসি এক চোখা প্রতিবেদন প্রকাশ করেছে, এটি ঠিক না।’

জাসদের সভাপতি হাসানুল হক ইনু শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলে।

তথ্যমন্ত্রী বলেছে, সন্ত্রাস দমন স্বৈরতন্ত্র নয়, এটাকে স্বৈরাচার ভাবাও ঠিক নয়। তিনি বিএনপির বিরুদ্ধে একটি ‘অস্বাভাবিক ভুতের সরকার’ প্রতিষ্ঠা করার প্রক্রিয়া চালানোরও অভিযোগ করে।

জাতীয় নারী জোটের নেত্রী আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও দলীয় নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিল।

পরে মন্ত্রী বিকেল ৩টায় ভেড়ামারার জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করে।

-বাসস

Back to top button