রাজনীতি

জাতীয় নির্বাচনে কেবল মুক্তিযুদ্ধের পক্ষরাই অংশগ্রহণের সুযোগ পাবে: আসাদুজ্জামান

‘মুক্তিযুদ্ধ বিরোধীদের রাজনীতি ও নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চিরতরে বন্ধ হওয়া দরকার। আগামী জাতীয় নির্বাচনে কেবল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরই অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। স্বাধীনতার ৪৭ বছর পরও স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসবে কি আসবে না, এ নিয়ে কথা বলা উচিত নয়।’

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শুক্রবার ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র আয়োজিত ‘গণহত্যা-বধ্যভূমি ও গণকবর জরিপ’ বিষয়ক দিনব্যাপী সেমিনার উদ্বোধনকালে এ কথা বলে।

মন্ত্রী বলেছে, ‘সংস্কৃতিচর্চা কখনো মুক্তিযুদ্ধ ও এর ইতিহাস বাদ দিয়ে হতে পারে না। আমরা একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আজও আদায় করতে পারিনি, এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। অন্যদিকে, রোহিঙ্গা দমন-নির্যাতন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। অথচ একাত্তরের গণহত্যা ছিল এর চেয়ে ব্যাপক, ভয়াবহ ও বীভৎস। এ গণহত্যার বিষয়টি কেবল নতুন প্রজন্মের কাছে নয়, সারা বিশ্বের কাছে আরো বিশদভাবে তুলে ধরা উচিত।’

আসাদুজ্জামান নূর বলেছে, ‘একাত্তরের গণহত্যার এ বীভৎসতা কোনো গোপন করার বিষয় নয়। বীরাঙ্গনাদের নির্যাতন কোনো লজ্জার বিষয় হিসেবে দেখা উচিত নয়, বরং জনসম্মুখে এনে তাদের সাহসিকতা, নির্যাতন ও কষ্টের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত।’

মন্ত্রী এ সময় গণহত্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এ ধরনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী কাজের জন্য গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

মন্ত্রী বলেছে, ‘এ ধরনের কাজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় হওয়া দরকার। সংস্কৃতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে করলে এটি আরো বেগবান হবে।’

গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধন অধিবেশনে সূচনা বক্তব্য রাখেন অধ্যাপক মুনতাসীর মামুন।

Back to top button