শিক্ষা

৩৯তম বিসিএস : আবেদন সমস্যার সমাধানে পিএসসির হেল্পলাইন চালু

Image result for পিএসসি

৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনসংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চারটি হেল্পলাইন নম্বর চালু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। টেলিটকের এই চারটি নম্বর হচ্ছে : ০১৫৫৫৫৫৫১৪৯-৫২। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন প্রার্থীরা। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে অনলাইন আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তারা এ নম্বরে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন।

সূত্রে আরো জানা গেছে, এ পরীক্ষায় আবেদনের জন্য সাধারণ পরীক্ষার্থীদের ৭০০ টাকা ফি দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, এই বিশেষ বিসিএসের মাধ্যমে  ৪ হাজার ৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। তবে এই সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Back to top button