দেশের সংবাদ

রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনেই পাসপোর্ট ইস্যু করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর

Image result for পাসপোর্ট ইস্যু

চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনেই পাসপোর্ট ইস্যু করবে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর।

মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এ তথ্য জানিয়েছেন।

পাসপোর্ট অফিস সূত্র জানায়, আগামী ৪ থেকে ৬ অক্টোবর আন্তর্জাতিক বাণিজ্যমেলার মাঠে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারা দেশে উন্নয়ন মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেলায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের জন্য বরাদ্দ স্টল ১৮৭ ও ১৮৯ থেকে বিভিন্ন সেবা দেয়া হবে। সেবাগুলোর মধ্যে রয়েছে পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, জরুরি রি-ইস্যু আবেদনের ক্ষেত্রে দিনে দিনে পাসপোর্ট ইস্যু, বেসরকারি ব্যাংকের বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি অনলাইনে পাসপোর্ট ফি জমা দেয়া এবং পাসপোর্ট ও ভিসা সম্পর্কিত সব ধরনের তথ্য সরবরাহ।

মহাপরিচালক মাসুদ রেজওয়ান জানান, রি-ইস্যুর ক্ষেত্রে ভেরিফিকেশন লাগে না। তাই সকাল সকাল আবেদন করলে দিনে দিনেই রি-ইস্যু পাসপোর্ট দেয়া হবে।

Back to top button