আন্তর্জাতিক

আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ না নিতে মন্ত্রীদেরকে এরদোগানের নির্দেশ

Image result for তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রীদেরকে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজে থেকে অর্থনৈতিক পরামর্শ না নেয়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এ নির্দেশনা দেন।

আজ (শনিবার) তুরস্কের ক্ষমতাসাীন দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র সদস্যদের এক অনুষ্ঠানে এরদোগান জানান, তিনি মন্ত্রীদেরকে বলেছেন মার্কিন প্রতিষ্ঠান থেকে পরামর্শ না নিয়ে অভ্যন্তরীণ সক্ষমতার ওপর নির্ভর করতে হবে।

সম্প্রতি খবর বের হয়েছে, তুরস্কের চলমান অর্থনৈতিক সংকট সমাধানের জন্য নিউ ইয়র্কের পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজের কাছ থেকে পরামর্শ নেয়ার চেষ্টা করেছেন তুর্কি মন্ত্রীরা।

আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জের ধরে মার্কিন সরকার তুরস্কের ওপর কিছু নিষেধাজ্ঞা ও বহুসংখ্যক পণ্যের ওপর মারাত্মকভাবে শূল্ক আরোপ করেছে। এর ফলে দেশটির মুদ্রা ‘লিরা’র মান ডলারের বিপরীতে শতকরা ৪০ ভাগ কমে গেছে।

তুর্কি মন্ত্রীদের উদ্যোগ বিরোধী রাজনীতিকদের সমালোচনার পথ খুলে দিয়েছে। তারা বলছেন, দেশের অর্থনৈতিক গোপনীয়তা মন্ত্রীরা আমেরিকার কাছে তুলে দিতে চাইছেন।

Back to top button