আন্তর্জাতিক

অর্থের অভাবে এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়ায় অর্থ সংকট, ৮ বিলিয়ন ডলার লোন

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ সঙ্কটে থাকা এয়ার ইন্ডিয়া তার ক্রুদের ডায়েট করতে বাধ্য করছে। ক্রুদের জন্য ইনফ্লাইট মেন্যুতে কম-চর্বিযুক্ত বিশেষ খাবার রাখা হয়েছে।

রাষ্ট্র পরিচালিত এই বিমান সংস্থার মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছে, এর লক্ষ্য হলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে ক্রুদেরকে পুষ্টিকর ও মূল্য-সাশ্রয়ী খাবার সরবরাহ করা।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মূলত সব্জিযুক্ত এই খাবার সরবরাহের ফলে মিলপ্রতি খরচ বর্তমানের চেয়ে এক-তৃতীয়াংশ কমে যাবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে দিল্লি-মুম্বাই ফ্লাইটে প্রথম নতুন মেন্যু কার্যকর হয়েছে। এরপর অন্যান্য ফ্লাইটে তা সম্প্রসারণ করা হবে।

বিমান সংস্থার এক বিবৃতিতে দাবি করা হয়, বাড়ির স্পর্শ দিতে দৈনিক ভিত্তিতে হালকা ও পুষ্টিকর খবার সরবরাহ করা হবে।

অতিরিক্ত ওজনের কারণে ২০০৯ সালে এই এয়ারলাইন্সের ১০ নারী কেবিন ক্রুকে বরখাস্ত করা হয়। এর আগে তাদেরকে গ্রাউন্ড ক্রু হিসেবে রেখে তিন বছর সময় দেয়া হয় আগের আকৃতিতে ফিরে যেতে।

এয়ার ইন্ডিয়াকে টিকিয়ে ভারত সরকার যখন লড়াই করছে তখনই এই সিদ্ধান্ত নেয়া হলো। ৮ বিলিয়ন ডলার দেনার দায়ে ডুবতে বসেছে এয়ার ইন্ডিয়া।

Back to top button