জাতীয়রাজনীতি

বরিশালে আ.লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১৭১ জন

নিজস্ব প্রতিবেদক :বরিশালে আ.লীগের মনোনয়নপত্র নিয়েছেন ১৭১ জন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৭১ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার রাত পর্যন্ত তারা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত রোববার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। চার দিনে উপজেলা চেয়ারম্যান পদে ৭২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫৭ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাড. কাইয়ূম খান কায়সার জানান, মনোনয়ন প্রত্যাশীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, বাবুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, বাকেরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মুলাদী উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন, উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও আগৈলঝাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৯ জনসহ মোট ১৭১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম সংগ্রহ করেছেন।

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে অফেরতযোগ্য নগদ ১০ হাজার টাকা ও ভাইসচেয়ারম্যান প্রার্থীদের কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে জমা নেয়া হয়েছে। প্রার্থীদের আবেদনপত্র পর্যালোচনা করে কেন্দ্রের কাছে প্রতি উপজেলার প্রতিটি পদের বিপরীতে তিনজনের নাম সুপারিশ আকারে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

প্রতিটি উপজেলায় অসংখ্য প্রার্থী হওয়ার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন, তাই দলীয় প্রতীকের এ নির্বাচনে প্রার্থী বেশি হওয়াটাই স্বাভাবিক। আওয়ামী লীগ লবিং কিংবা তদবির বাণিজ্য করে না। যার যোগ্যতা আছে তাকেই মনোনয়ন দেবে দলীয় ফোরাম।

Back to top button