আন্তর্জাতিক

ট্রাম্পকে বিশ্বাস করেন না মার্কিনিরাই

আন্তর্জাতিক ডেস্ক:২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রুশ সংযোগের অভিযোগ ওঠে। দীর্ঘ দিন ধরে নানা নাটকীয়তার পর চলতি বছরের ২২ মার্চ ট্রাম্পের রুশ সংযোগ সম্পর্কিত বিশেষ তদন্ত প্রতিবেদনের ফল প্রকাশ করা হয়।

তাতে দেখা যায়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনি প্রচারণা শিবিরের আঁতাতের প্রমাণ মেলেনি। তার পর যৌথভাবে এক জরিপের আয়োজন করে বার্তা সংস্থা রয়টার্স এবং ইপসোস।

পরে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ওই তদন্ত প্রতিবেদনের ফলে যুক্তরাষ্ট্রের জনগণের মনোভাবে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। যা এসেছে সেটা একেবারেই সামান্য।

জরিপে ৪৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, ট্রাম্প অথবা তার নির্বাচনি প্রচারণা শিবিরের কেউ রাশিয়ার সঙ্গে আঁতাতে জড়িত ছিল বলে তাদের বিশ্বাস। তারা মনে করেন আঁতাত করেই প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প।

অন্যদিকে ৫৩ শতাংশ জনগণ মনে করেন, নিজের ব্যাপারে অভিযোগ ওঠার পর সেটা বন্ধ করতে সবরকম চেষ্টা করেছেন ট্রাম্প। যদিও মাত্র এক সপ্তাহ আগেও ট্রাম্পের ওপর ভরসা ছিল আরো বেশি মানুষের। প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্পের ওপর বিশ্বাস তাদের আরো কমে গেছে।

Back to top button