কৃষি

ধানের উৎপাদন বাড়বে ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: অনুকূল পরিবেশ ও অধিক জমিতে চাষ হওয়ায় ধানের ফলন ভালো হয়েছে; ধানের উৎপাদন ৭ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইউএসডিএ জাতীয় কৃষি গবেষণা ও তথ্য দিয়ে থাকে। সম্প্রতি ২০১৮-১৯ সালের গবেষণার তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। সেখানে ২০১৮ সালের মে থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় নির্ধারণ করেছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ বছরে (মে-এপ্রিল) আর আগের বছরের (২০১৭-১৮) একই সময়- এই এক বছরে উৎপাদন বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ।

২০১৮ সালের মে মাস থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত এক বছরের হিসাব করেছে সংস্থাটি। তবে সংস্থার হিসাবে অন্তর্ভুক্ত হয়নি মাঠে থাকা বোরো ধান। প্রতিবেদনে বলা হয়েছে বোরো ধানের ফলনও ভালো হবে এ বছর।
দেশের চাল উৎপাদনের ৪০ ভাগই আসে আমন ধান থেকে।

ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া ভালো থাকায় এ বছর ৫ লাখ হেক্টর জমিতে ধানের আবাদ বেশি করেছেন কৃষকরা।
সংস্থাটির মতে ২০১৮-১৯ বর্ষেও এপ্রিল পর্যন্ত চালের আমদানি ৬ লাখ মেট্রিক টন পর্যন্ত হতে পারে। আগের বছর অর্থাৎ ২০১৭-১৮ তে আমদানির পরিমাণ ছিলো ৩৫ লাখ মেট্রিক টন। আমদানি কমেছে ৪৮৩ শতাংশ।

এদিকে আমদানি কমলেও সরকারি গুদামে চালের মজুদ বেড়ে অতীতের যেকোন সময়ের বেশি।
২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত চালের মজুদ দাড়িয়েছে ১১ দশমিক ৫ লাখ মেট্রিক টন। আগের বছর ছিলো ৫ দশমিক ৫ লাখ মেট্রিক টন। মজুদ বেড়েছে দ্বিগুণের বেশি বা ১০৮ শতাংশ।

Back to top button