ইসলামী সন্ত্রাসবাদের হুমকির মুখে ফ্রান্স: ওঁলাদ

ফ্রান্সের নিস শহরে জাতীয় দিবসের অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, ফ্রান্স ইসলামী সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, সন্ত্রাসের অভিশাপ দূর করতে আমরা সবকিছুই করবো। এরসঙ্গে জড়িত প্রত্যেককে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। তারা মানবতারবিরোধী, তাই ফ্রান্সকে লক্ষ্য করছে।

পুরো ফ্রান্সই ইসলামী সন্ত্রাসবাদের হুমকির মুখে রয়েছে উল্লেখ করে ওঁলাদ বলেন, আমাদের নিরাপত্তাব্যবস্থা আরো বাড়াতে হবে।

আগামী ২৬ জুলাই যে জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল সেটা বাড়ানোর কথাও জানান ফরাসি প্রেসিডেন্ট।

তিনি বলেন, কোনো কিছুই আমাদের সন্ত্রাসবিরোধী যুদ্ধ থামাতে পারবে না। ইরাক ও সিরিয়াতেও আমাদের কাজ অব্যাহত থাকবে। ফ্রান্স সবসময় শক্তিশালী ছিল এবং শক্তিশালী থাকবে।