আন্তর্জাতিক

এবার দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ওরেগন

আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের পর এবার দাবানলের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে। দাবানলে সেখানে এরই মধ্যে কয়েক শত ঘরবাড়ি পুড়ে গেছে বলে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

তীব্র বাতাসের কারণে দ্রুত বেড়ে চলছে আগুনের বিস্তৃতি। গভর্নর ক্যাট ব্রাউন জানিয়েছেন, কমিউনিটি পর্যায়ে বেশ কয়েকটি এলাকায় দাবানল ঢুকে পড়েছে। এতে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে।

ওরেগন ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন ব্রাউন, “দাবানলের কারণে আমাদের অঙ্গরাজ্যের ইতিহাসে মানুষের জীবন ও সম্পদের ইতিহাসে সর্বোচ্চ ক্ষতি হতে পারে।”

বিপর্যস্ত এলাকা থেকে অনেক জনসাধারণকে সরিয়ে নিচ্ছে উদ্ধারকর্মীরা। তীব্র বাতাসের কারণে আগুন গতি আরও বাড়ছে বলে জানালেন ব্রাউন, “আমরা আবহাওয়ার অবস্থা থেকে নিষ্কৃতি পাচ্ছি না। বাতাস আগুনে জ্বালানি দিচ্ছে। টাউন ও শহরগুলোতে আগুন ঢুকে পড়ছে।”

ওরেগন গভর্নর আরও জানালেন, দাবানলে এরই মধ্যে পাঁচটি শহরের ‘বড় একটা অংশ ধ্বংস হয়ে গেছে’। তবে এখন পর্যন্ত কত সংখ্যক বাড়িঘর পুড়েছে তার কোনো সঠিক তথ্য দিতে পারেননি গভর্নর।

তবে জরুরি ব্যবস্থাপনার কর্মকর্তারা জানিয়েছেন ওরগনে দাবানলে এরই মধ্যে ৪ লাখ ৭০ হাজারের বেশি ভূমি পুড়ে গেছে। স্থানীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাবানলে ওরেগনে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Back to top button