ইসলামইসলাম শিক্ষাইসলামিক শিক্ষা

১টি সুন্নাতের আমল করলে, আল্লাহ পাক উনার পক্ষ থেকে ৪টি নিয়ামত হাদিয়া

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,

مَنْ حَفِظَ سُنَّتِـىْ اَكْرَمَهُ اللهُ تَعَالـٰى بِاَرْبَعِ خِصَالٍ اَلْـمَحَبَّةُ فِـىْ قُلُوْبِ الْبَرَرَةِ وَالْـهَيْبَةُ فِـىْ قُلُوْبِ الْفَجَرَةِ وَالسَّعَةُ فِـى الرِّزْقِ وَالثِّقَةُ فِـى الدِّيْنِ

অর্থ: “যে ব্যক্তি আমার একটি সম্মানিত সুন্নত মুবারক হেফাযত করবে, আঁকড়িয়ে ধরবে, সম্মানিত সুন্নাত মুবারক উনার উপর আমল করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে ৪টি স্বভাব মুবারক দ্বারা সম্মানিত করবেন। সুবহানাল্লাহ!

আর তা হচ্ছে-
১. তার অন্তরে নেক কাজের প্রতি মুহব্বত পয়দা করে দিবেন,
২. তার অন্তরে পাপ কাজের ব্যাপারে ভীতি সৃষ্টি করে দিবেন,
৩. তার রিযিক্বে প্রাচুর্যতা দান করবেন এবং
৪. তাকে দ্বীনের উপর অবিচল রাখবেন।” সুবহানাল্লাহ!
(তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে হাক্কী)

 মুহম্মদ আল আমীন

লেখক ও গবেষক,মুহম্মদীয়া জামিয়া

Back to top button