আইন-আদালত

বেসরকারি স্কুল-কলেজ-মাদরাসায় শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা বাড়ল

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসাগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো ১ মাস বাড়িয়েছেন হাইকোর্ট। ১৫ ডিসেম্বর বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। ওই নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক মাস বাড়িয়ে সোমবার (১৮ জানুয়ারি) একই দ্বৈত বেঞ্চ আদেশ দেন।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া।

১৫ ডিসেম্বর নিবন্ধিত শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

তখন সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছিলেন রিটকারীদের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া।

 

Back to top button