জাতীয়

শাহাজালালে ৭ কেজি সোনাসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান চক্রের আট সদস্যকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তাদের কাছ থেকে সাত কেজি সোনা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুবাই থেকে ছেড়ে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএস৩৪২ ফ্লাইটটি সকাল ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সোনা চোরাচালানের খবর পেয়ে আগে থেকেই প্রস্তুত ছিলেন কাস্টমস গোয়েন্দারা। তল্লাশির সময় ক্যাটারিং গাড়ি হাই লিফ্ট কভার্ড ভ্যানের ফুড স্টোরেজে লুকিয়ে রাখা অবস্থায় মোট ৬০টি বার উদ্ধার করেন কর্মকর্তারা; যার ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম। এসব সোনার বাজার মূল্য ৪ কোটি ৮৭ লাখ ২০ হাজার টাকা। ক্যাটারিংয়ের দায়িত্বে থাকা আটজনকে আটক করেন কাস্টমস গোয়েন্দারা। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

Back to top button