আন্তর্জাতিক

পরমাণু ক্লাবে ভারতকে ঢুকতেই দেবে না চীন


পরমাণু সরবরাহকারী গ্রুপ এনএসজি–তে ভারতের সদস্যপদের বিরোধিতাই করবে চীন। এক সপ্তাহের মাথায় ভিয়েনায় এনএসজি–র সম্মেলন। চীনের বিদেশ দপ্তরের সূত্রে জানিয়ে দেয়া হলো, এখনো ভারতের সদস্যপদ দেয়ার বিরোধিতা করবে চীন।
গতবারই চীনের পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছিল, যতদিন না এনএনজি–র বর্তমান সদস্যদের দ্বারা নতুন দেশগুলোর সদস্যপদের বিষয়টি নিয়ে চূড়ান্ত নিয়ম কানুন না স্থির হচ্ছে, ততদিন এই বিরোধিতা চলবে। সেই অবস্থান থেকে যে সরে আসেনি চীন, তা নতুন করে মনে করিয়ে দিলেন পররাষ্ট্র দফতরের মুখপাত্র লু কাং। গত ৪ নভেম্বর ভারত ও চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের একটি আলোচনায় বসেছিসেন ভারতের অজিত দোভাল ও চীনের লু কাং। সেই সময়েই এ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছে গেছিল দু’‌দেশ, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু বাস্তবে বিষয়টি যে এতটা সহজ হয়নি, তা পরিষ্কার করে দিল চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button