নিউজ ডেস্ক : চলমান পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু রোগী বেড়েই চলছে। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। আগের দিনের চেয়ে ৪১ জন বেড়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮১ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৯২০ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪২ জন।
ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৬১৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২৪ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ২৯২ জন।
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।